নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা

2 months ago 32

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যকে সংবর্ধনা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। শুক্রবার (২২ নভেম্বর) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধিতরা হলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাছানাত আলী ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আবু জাফর খান।

অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে ইবির সাবেক উপাচার্য অধ্যাপক ফয়েজ মোহাম্মদ সিরাজুল হক, অধ্যাপক ড. তাহির আহমেদ, অধ্যাপক ড. সাফায়েত হোসেন, অধ্যাপক ড. শওকত জাহাঙ্গীর, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান, ইউএনডিপির কর্মকর্তা মো. রায়হান কবির, মো. মহসিন (সিআইপি), অধ্যক্ষ নঈম সাহাদত, অধ্যাপক নাজমুল হক, ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রামের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আহমেদ শরিফ তালুকদার, চট্টগ্রাম পুলিশ সুপার স্ট্যালিন, এএজি অ্যাডভোকেট শামীমা আক্তার, ব্যবসায়ী সাইফুল আলম রাজন, এএজি অ্যাডভোকেট শহীদুল ইসলাম, বাংলাদেশ সংবাদ সংস্থার বার্তা সম্পাদক এসএম রাশিদুল ইসলাম, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শরিফুল ইসলাম প্রমুখ।

আরএইচ/জেআইএম

Read Entire Article