নওগাঁয় জমি নিয়ে বিরোধ, যুবককে কুপিয়ে হত্যা

2 months ago 30

নওগাঁয় জমি সংক্রান্ত বিরোধের জেরে নজরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় শহরের সুলতানপুর মহল্লায় এ ঘটনা ঘটে। নজরুল ইসলাম ওই মহল্লার জসিম উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি জমির সীমানা নিয়ে প্রতিবেশী মান্নানের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ছিল নজরুল ইসলামের। সকালে ওই জমির বেশ কয়েকটি আম গাছ কাটাকে কেন্দ্র করে মান্নান ও নজরুলের পরিবারের মাঝে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে ধারালো বটি দিয়ে নজরুলকে কুপিয়ে পালিয়ে যায় মান্নান। এরপর গুরুতর জখম অবস্থায় তাকে নওগাঁ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ঘটনাস্থল থেকে একটি বটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ময়নাতদন্ত শেষে তাদের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে।

আরমান হোসেন রুমন/আরএইচ/এমএস

Read Entire Article