নক আউট পর্বের জট খুলবে কি চট্টগ্রামে?

4 days ago 9

প্রথমে রাজধানী ঢাকা, পরে পূণ্যভুমি সিলেট - পরপর দুইপর্ব হয়ে গেল বিপিএলের। এবার বিপিএল চলে গেলো বন্দর নগরী চট্টগ্রামে। আগামীকাল ১৬ জানুয়ারী থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বিপিএলের তৃতীয় পর্ব।

বৃহস্পতিবার প্রথমদিন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালস ও ফরচুন বরিশাল। আর সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হবে চিটাগাং কিংস আর খুলনা টাইগার্স।

তৃতীয় পর্ব মাঠে গড়াতে যাচ্ছে। আগামী ২৩ জানুয়ারী শেষ হবে চট্টলা পর্ব। তারপর ২৬ জানুয়ারি থেকে রাজধানী ঢাকায় বিপিএলের শেষ পর্ব শুরু।

তবে এখন পর্যন্ত সে অর্থে জট খোলেনি বিপিএলের। কোন চারদল নক আউট পর্বে খেলবে? তা এখনো পুরোপুরিই অজানা। তবে রংপুর রাইডার্সের শেষ চারে থাকার সম্ভাবনা অনেক উজ্জ্বল। রংপুর রাইডার্স একমাত্র দল যাদের অবস্থানের একচুলও হেরফের হয়নি।

নুরুল হাসান সোহানের দল এখনো দাপুটে পারফরমেন্সে সবার ওপরে। ৭ খেলার সবকটা জিতে ১৪ পয়েন্ট নিয়ে রংপুর নকআউট পর্বের পথে অনেকদুর এগিয়ে। পয়েন্ট সংগ্রহে বাকিরা সবাই অনেক পিছনে।

যে কারণে বাকি দলগুলোর অবস্থানও পরিষ্কার নয়। তাদের অবস্থান ওঠানামা করছে। ঢাকা পর্বে দ্বিতীয় ছিল ফরচুন বরিশাল। সিলেটে গিয়ে বরিশাল নেমে গেছে দুই থেকে তিনে। চিটাগং কিংস দুইয়ে। এই দুইদলের পয়েন্ট সমান ৬ করে। এর মধ্যে মোহাম্মদ মিঠুনের চিটাগাং কিংস ৪ খেলায় ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে (নেট রানরেট ১.৩২৩) এখন নেট রান রেটে দুই নম্বরে।

এক ম্যাচ বেশি খেলে ৫ ম্যাচের ৩টিতে জিতে ওই ৬ পয়েন্ট নিয়েও তামিম ইকবাল, মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদের ফরচুন বরিশাল নেট রানরেটে (০.৮৩৮) তিন নম্বরে।

নকআউট পর্বের চার নম্বর দল কে হবে? তা নিয়ে তিন দলের মধ্যে চলছে জোর লড়াই। সে লড়াইয়ে আপাততঃ খুলনা টাইগার্স, দূর্বার রাজশাহী আর সিলেট স্ট্রাইকার্স তিন দলই আছে। এ দল তিনটির সবার পয়েন্ট সমান চার। তবে খুলনার ম্যাচ সংখ্যা ৫ হলেও দূর্বার রাজশাহী ও সিলেট স্ট্রাইকার্স এক ম্যাচ বেশি খেলেছে।

ঢাকা ক্যাপিটালসই একমাত্র দল যারা ৭ খেলায় একটি মাত্র জয়ে বাকিদের চেয়ে পিছিয়ে আপাততঃ হিসেব নিকেশের বাইরে। দেখা যাক চট্টগ্রাম পর্বে লিটন-তানজিদের ব্যাটে ভর করে ঢাকাও হিসেবের মধ্যে আসতে পারে কিনা? চট্টগ্রাম পর্বে সেটাই হবে দেখার বিষয়।

এআরবি/আইএইচএস/

Read Entire Article