নখসহ মানুষের আঙুল পাওয়া গেল চিকেন রোলে, অতঃপর...
রেস্টুরেন্ট থেকে অর্ডার করা চিকেন রোলে নখসহ মানুষের আঙুলের ডগা পাওয়ার দাবি করেন এক নারী। তবে ওই রেস্টুরেন্ট মালিক বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন। ঘটনাটি ২০২৩ সালে নিউইয়র্কে ঘটেছে।
ঘটনাটি পুরোনো হলেও নতুন করে বিষয়টি নিয়ে সাক্ষাৎকার দেওয়ার পর এটি আবারও আলোচনায় এসেছে।
সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে ম্যারি এলিজাবেথ স্মিথ নামে ৪৩ বছর বয়সী এক নারীর সঙ্গে এ ঘটনা ঘটে। ঘটনার পর তিনি ‘স্থায়ীভাবে ট্রমাটাইজড’ হয়ে পড়েন। যে কোনো খাবার, বিশেষ করে মুরগির মাংস দেখলে তিনি আতঙ্কিত হয়ে পড়েন।
মামলার তথ্য অনুযায়ী, ক্রিয়েট অ্যাস্টোরিয়া নামে একটি রেস্টুরেন্ট থেকে চিকেন রোলটি অর্ডার করেন ম্যারি এলিজাবেথ। যেখানে তিনি সপ্তাহে অন্তত দুদিন খেতে যেতেন।
আরও পড়ুন : বাংলাদেশ পুলিশের সিনিয়র কর্মকর্তা ভারত থেকে আটক
অভিযোগকারী নারী জানিয়েছেন, রোলের ভেতর পাওয়া বস্তুটি মানুষের আঙুলের অংশ কি না সেটি নিশ্চিত হতে এটি ল্যাবে পরীক্ষা করা হয়। পরীক্ষার পর নিশ্চিত হওয়া যায় এটি এক নারীর আঙুলের অংশ।
তার আইনজীবী নিউইয়র্ক পোস্টকে বলেছেন, তিনি রোলে কামড় দেয়ার পর বুঝতে পারেন কিছু একটা ঠিক নেই। এরপর মুখ থেকে আঙুলের ডগাটি ফেলে দেন তিনি। তার জন্য এটি ভয়াবহ অভিজ্ঞতা ছিল।
এ ঘটনার পর ম্যারিকে ভাইরাস নিয়ন্ত্রণের থেরাপি দেওয়া হয় যাতে আঙুলের ডগা থেকে তার শরীরে রোগ-জীবাণু ছড়িয়ে পড়ার শঙ্কা না থাকে।
তিনি বলেন, ওই ঘটনার পর থেকে আমি কি খাচ্ছি এ ব্যাপারে খুব সতর্ক হয়ে যাই। পুনরায় মুরগি খেতে আমার অনেক সাহস ও সময় লেগেছে। আমি জীবনে স্বপ্নেও ভাবিনি এমন কিছু হবে।
এদিকে রেস্টুরেন্টের মালিক টেডি কারগিয়ানিস বলেছেন, এ নারী যেদিনের কথা বলছেন সেদিন তার রেস্টুরেন্টে কোনো নারী কর্মী ছিল না। তাহলে এটা আসবে কীভাবে? তিনি ম্যারির বিরুদ্ধে পাল্টা অভিযোগের হুমকি দিয়েছেন।