যুক্তরাষ্ট্রের মহড়ার আগে কঠোর বার্তা উত্তর কোরিয়ার

9 hours ago 4

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আসন্ন যৌথ সামরিক মহড়া একটি ‘বেপরোয়া শক্তি প্রদর্শন’ শেষ পর্যন্ত ‘খারাপ পরিণতি’ ডেকে আনবে। রোববার রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর প্রকাশ করে।

এএফপি জানায়, যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া সোমবার থেকে শুক্রবার পর্যন্ত জেজু দ্বীপ উপকূলে যৌথ মহড়া চালাবে। এতে নৌ, বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা অনুশীলন অন্তর্ভুক্ত থাকবে। লক্ষ্য হলো উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকির মোকাবিলায় প্রস্তুতি জোরদার করা। বর্তমানে দক্ষিণ কোরিয়ায় প্রায় ২৮ হাজার ৫০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

কিম ইয়ো জং কেসিএনএতে দেওয়া এক বিবৃতিতে মহড়াকে ‘বিপজ্জনক ভাবনা’ আখ্যা দিয়ে বলেন, আমাদের সীমান্ত ঘেঁষে এই বেপরোয়া শক্তি প্রদর্শন অনিবার্যভাবে তাদের নিজেদের জন্য খারাপ পরিণতি বয়ে আনবে।

পিয়ংইয়ং বরাবরই এই ধরনের মহড়াকে আক্রমণের মহড়া হিসেবে সমালোচনা করে আসছে। কিম ইয়ো জংয়ের এ মন্তব্য এসেছে কিম জং উনের সাম্প্রতিক অস্ত্র গবেষণা কেন্দ্র পরিদর্শনের পর। সেখানে তিনি বলেছেন, উত্তর কোরিয়া পারমাণবিক ও প্রচলিত সামরিক শক্তি একসঙ্গে গড়ে তুলবে।

২০১৯ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরস্ত্রীকরণ আলোচনা ভেস্তে যাওয়ার পর পিয়ংইয়ং ঘোষণা দেয়, তারা কখনো পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না। বরং নিজেদের ‘অনড় পারমাণবিক শক্তিধর রাষ্ট্র’ হিসেবে প্রতিষ্ঠা করেছে।

ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে কিম জং উন আরও আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন। মস্কোর সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর ও হাজারো সেনা পাঠিয়ে রাশিয়ার কাছ থেকে কৌশলগত সমর্থনও নিশ্চিত করেছেন।
 

Read Entire Article