নগদ পরিচালনায় ফিরেছে বাংলাদেশ ব্যাংকের প্রশাসক

3 months ago 84

মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’ এ প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. মোতাছিম বিল্লাহ।

সোমবার (০২ জুন) আদালতের একটি আদেশের পর বিকেলে তিনি এবং বাংলাদেশ ব্যাংক নিযুক্ত অন্যান্য সহকারী প্রশাসকরা দায়িত্ব নিয়েছেন।

এর আগেও বাংলাদেশ ব্যাংক নিযুক্ত হয়ে নগদ পরিচালনা করেছেন তারা। গত ১২ মে পর্যন্ত তারা এ দায়িত্বে ছিলেন। তবে মে মাসের শুরুতে নগদ পরিচালনায় প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করে চেম্বার আদালতের দেওয়া আদেশের পর তারা বাংলাদেশ ব্যাংকে ফিরে যান। 

বাংলাদেশ ব্যাংক ছাড়াও বাংলাদেশ ডাক বিভাগের প্রতিনিধিরাও নগদ পরিচালনার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন।

Read Entire Article