নগর ভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যালয় প্রস্তুত হচ্ছে 

2 weeks ago 5

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৩, ১৪ ও ১৫ তলার তিনটি ফ্লোর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যালয়ের জন্য দেওয়া হয়েছে। 

রোববার (২৯ ডিসেম্বর) থেকে এখানে মন্ত্রণালয়ের অফিস করার কথা ছিল। তবে আজকেও ধোয়ামোছা ও সংস্কারের কাজ চলছে।

এদিনে দুপুরে দেখা যায়, ১৪ তলায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবের কক্ষে প্রস্তুত করে রং, ধোয়ামোছার কাজ চলছে। তিনটি ফ্লোরের কক্ষের মধ্যে কে কোন কক্ষে বসবেন, কাগজে উল্লেখ করে সেটি কক্ষের সামনে সাঁটানো হচ্ছে। অফিস করার জন্য আসবাবপত্র আনা হচ্ছে। 

সব কক্ষের জন্য ফ্যান ও ইউটিলিটির সুবিধা স্থাপন করা হচ্ছে। ডিএসসিসির অঞ্চল -১ এর সহকারী প্রকৌশলী আহসান হাবীব বলেন, ১৪ ও ১৫ তলার কক্ষগুলো প্রায় দেড় থেকে দুই বছর পরিত্যক্ত ছিল। এখন সেগুলো সংস্কার করে ধোয়ামোছা ও রঙের কাজ চলছে।

ডিএসসিসির সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঞা বলেন, ১৪ ও ১৫ তলায় ডিটিসিএ প্রজেক্ট দেড়-দুই বছরে আগে তাদের ভবনে চলে গেছে। তখন থেকেই এ দুইটি ফ্লোর ফাঁকা। ১৩ তলার অর্ধেক অংশে আমাদের দুই-একটি বিভাগ ছিল সেগুলো নিচে ফাঁকা জায়গায় স্থানান্তর করা হয়েছে। আজকের মধ্যে ধোয়ামোছা ও ছোটখাটো সংস্কার শেষ হবে। 

তিনি বলেন, বৃহত্তর স্বার্থে তারা ২ মাসের জন্য আসছে। পরিস্থিতি ঠিক হলে আবার তারা চলে যাবে। তবে বৃহত্তর স্বার্থে মন্ত্রণালয় ডিএসসিসির ভবনে আসলে এখন একই ভবনে থাকায় আমাদেরও দ্রুত সিদ্ধান্ত নিতে সহজ হবে। কাজেও গতিশীলতা বাড়বে।

Read Entire Article