নগরীরচরে রক্তিম বন্ধন সংগঠনের ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট ফাইনাল

2 months ago 38

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার নগরীরচর গ্রামে অনুষ্ঠিত হলো ‘রক্তিম বন্ধন’ সংগঠনের আয়োজনে ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ম্যাচ। “সুস্থ দেহ, সুন্দর মন দিতে পারে ক্রীড়াঙ্গন — খেলাধুলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ টুর্নামেন্টে অংশ নেয় মোট ৬টি দল।

সংগঠনের সভাপতি সাকিব মিয়া সিকদার এবং সাধারণ সম্পাদক মো. সজল মিয়ার নেতৃত্বে টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ শুক্রবার রাত ১০টায় নগরীরচর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।

ফাইনাল ম্যাচে উত্তেজনাপূর্ণ লড়াই শেষে চ্যাম্পিয়ন হয় ‘ইলেভেন ওয়ারিয়র্স’ দল, আর রানারআপ হয় ‘থান্ডার স্কোয়াড’।

প্রথম পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পায় একটি ৩২ ইঞ্চি স্মার্ট টেলিভিশন এবং রানারআপ দলকে দেওয়া হয় ২৪ ইঞ্চির স্মার্ট টেলিভিশন।

টুর্নামেন্টের প্রধান অতিথি ছিলেন চ্যানেল ২৪ ও দৈনিক সমকালের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও মেজর জেনারেল (অব.) মো. শাহাবউদ্দিন সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হোসেন খেলু, আব্দুল হামিদ হামদু এবং সজল সিকদার।

খেলায় উপস্থিত ছিলেন নগরীরচর রক্তিম বন্ধন সংগঠনের সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উৎসাহী এলাকাবাসী।

Read Entire Article