জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদের সংবিধি যুক্ত করে গেজেট প্রকাশ সাপেক্ষে ৩০ নভেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
রোববার (৩১ আগস্ট) সকাল ১১টায় ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপের দাবিতে আমরণ অনশনে বসে শিক্ষার্থীরা।
পরে উপাচার্য অনশনরত শিক্ষার্থীদের ১১ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বাস্তবায়নের কথা বললে শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন। পরে শিক্ষার্থীদের পরামর্শে রোডম্যাপে সংশোধন করা হয়।
চূড়ান্ত রোডম্যাপে ১৫ সেপ্টেম্বরের মধ্যে সংবিধি প্রণয়ন, সরকার কর্তৃক গেজেট প্রকাশের পর দুই কর্মদিবসের মধ্যে নির্বাচন কমিশন গঠন, তিন কর্মদিবসের মধ্যে নির্বাচনী আচরণবিধি প্রণয়ন, পরের ১৪ কর্মদিবসের মধ্যে ভোটার তালিকা প্রস্তুত, পরের পাঁচ কর্মদিবসে তপশিল ঘোষণা, ১৪ কর্মদিবসের মধ্যে নির্বাচনী কার্যক্রম গ্রহণ ও পরের সাত কর্মদিবস নির্বাচনী প্রচারণার সময় নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া রোডম্যাপে গেজেট প্রকাশের পর সর্বমোট ৪৫ কার্যদিবসের মধ্যে (সম্ভাব্য ৩০ নভেম্বর) নির্বাচনের কথা বলা হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম কালবেলাকে বলেন, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আমরা খুবই আন্তরিক। শিক্ষার্থীদের ন্যায্য দাবি অবশ্যই পূরণ করা হবে। সম্ভাব্য রোডম্যাপ এরই মধ্যে ঘোষণা করা হয়েছে। সরকারি গেজেটের মাধ্যমে ছাত্র সংসদ আমাদের আইনে অন্তর্ভুক্ত হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা হবে।