ইংলিশ প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্টকে ৩-০ গোলে হারিয়েছে আর্সেনাল। সব ধরনের প্রতিযোগিতায় ৩ ম্যাচ পর জয়ে ফিরেছে গানাররা। শুধু লিগে ৪ ম্যাচ পর পূর্ণ ৩ পয়েন্ট পেল মিকেল আরতেতার শিষ্যরা।
শনিবার ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ১৫ মিনিটেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় আর্সেনাল। মার্টিন ওডেগার্ডের অ্যাসিস্টে গোল করেন বুকায়ো সাকা। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় গানাররা।
দুই দলের গোলরক্ষকদের দৃঢ়তায় প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। ফলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্সেনাল।
৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আর্সেনাল। নটিংহ্যামের জাল কাঁপান বদলি খেলোয়াড় থমাস পার্টে। সাকার অ্যাসিস্টে গোলটি করেন ঘানার ডিফেন্সিভ মিডফিল্ডার।
৮৬ মিনিটে আর্সেনালের হয়ে শেষ গোল করেন ইথান নুয়ানেরি। রাহিম স্টারলিংয়ের অ্যাসিস্টে গোল করেন ১৭ বছর বয়সী ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডার।
আর্সেনাল ৩-০ ব্যবধানে এগিয়ে হারের অপেক্ষায় বাকি সময় কাটনোর মানসিকতা তৈরি করে নেয় নটিংহ্যাম। রেফারি শেষবার বাঁশিতে ফুঁ দিলে বড় জয় নিশ্চিত হয় গানারদের।
১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের টেবিলে চতুর্থ স্থানে আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। ২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে নেমে গেছে নটিংহ্যাম।
অন্য ম্যাচে লেস্টার সিটির মাঠ থেকে ২-১ ব্যবধানের জয় ছিনিয়ে এনেছে চেলসি। এতে প্রিমিয়ার লিগের টেবিলে ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তিনে চলে গেছে ব্লুজরা।
চেলসির হয়ে শনিবার গোল করেন নিকোলাস জ্যাকসন (১৫ মিনিটে) ও এনজো ফার্নান্দেজ (৭৫ মিনিটে)। ৯৫ মিনিটে পেনাল্টি কিকে এক গোল শোধ করে লেস্টার সিটি। স্পটকিকটি নেন জর্ডান আও।
এমএইচ/এমএস