নতুন আইআরজিসি প্রধান নিয়োগ দিলেন খামেনি

3 months ago 7

ইসরায়েলি হামলায় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান হোসেইন সালামি নিহত হওয়ার পর নতুন কমান্ডার হিসেবে মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরকে নিয়োগ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।

এর আগে ইসরায়েলের চালানো ভয়াবহ হামলায় আইআরজিসির প্রধান সালামির পাশাপাশি নিহত হন আরও কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী। এই অবস্থায় বিপ্লবী গার্ড বাহিনীর নেতৃত্বে দ্রুত পরিবর্তন আনলো তেহরান।

মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর এর আগে আইআরজিসির স্থলবাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বাহিনীর মধ্যে দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী। ধারণা করা হচ্ছে, বর্তমান সংকট মোকাবিলায় তাকে সামনে আনতে চাইছে ইরানি প্রশাসন।

সূত্র: আল-জাজিরা
কেএএ/

Read Entire Article