নতুন ইউনিকর্ন বাইক আনছে হোন্ডা

2 weeks ago 15

হোন্ডা ইউনিকর্ন বাইকের নতুন মডেল এনেছে বাজারে। গাড়ি নির্মাতা সংস্থা এই সময়ের মধ্যে বাইকের ডিজাইনে কোনো বদল আনেনি। হোন্ডার এই বাইকে একটি ১৬৩ সিসির সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন, ফুয়েল ইঞ্জেক্টেড পেট্রোল ইঞ্জিন রয়েছে। আরও অসংখ্য ফিচার থাকছে নতুন এই বাইকে।

হোন্ডা ইউনিকর্নের এই নতুন ভার্সনে ইনস্টল করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এর সঙ্গে সঙ্গে এলইডি হেডল্যাম্প, সার্ভিস রিমাইন্ডার, ১৫ ওয়াটের ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এই বাইকে রয়েছে। এই বাইক আবার গিয়ার পজিশন ইন্ডিকেটর এবং একটি ইকো ইন্ডিকেটরের সঙ্গে বাজারে এসেছে।

হোন্ডার এই বাইকে একটি ১৬৩ সিসির সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন, ফুয়েল ইঞ্জেক্টেড পেট্রোল ইঞ্জিন রয়েছে। এই বাইকে যে ইঞ্জিন ইনস্টল করা আছে, তাতে ১৩ বিএইচপি শক্তি ও ১৪.৬ এনএম টর্ক উৎপন্ন হয়। এই বাইকের ইঞ্জিনে ৫ স্পিডের গিয়ারবক্সও লাগানো আছে। এর সঙ্গে সঙ্গে অন বোর্ড ডায়াগনস্টিক ২ এই বাইকে ইনস্টল করা আছে, এর কারণে এই বাইকে একটি নির্দিষ্ট সীমার থেকে বেশি দূষণ কখনোই হবে না।

হোন্ডার এই নতুন বাইক ৩টি রঙের বিকল্প নিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক, পার্ল ইগনিয়াস ব্ল্যাক এবং রেডিয়ান্ট রেড মেটালিক রং। বাইকের অন রোড দাম ভারতীয় বাজারে ১ লাখ ৩৪ হাজার রুপি থেকে শুরু।

সূত্র: হিন্দুস্থান অটো

কেএসকে/এএসএম

Read Entire Article