বিশ্বের অন্যতম জনপ্রিয় গ্যাজেট নির্মাতা সংস্থা হুয়াওয়ে আনছে নতুন ইয়ারবাড। হুয়াওয়ে ফ্রিবাডস প্রো ৫ লঞ্চ হতে যাচ্ছে চীনে। এরপর অন্যান্য দেশেও আসবে ইয়ারবাডটি।
প্রতিবেদন অনুসারে, নেয়ারলিঙ্ক অডিও ১২এমবিপিএস পর্যন্ত ট্রান্সমিশন রেট অফার করে এবং এল২এইচসি এইচডি অডিও কোডেক সমর্থন করে, যা ন্যূনতম বিলম্বের সঙ্গে উচ্চ-বিশ্বস্ততা শব্দ নিশ্চিত করে। এটি ঐতিহ্যবাহী ব্লুটুথ সমাধানের তুলনায় ৪০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ খরচ কমানোর প্রতিশ্রুতি দেয়, যা দীর্ঘ ব্যাটারি লাইফ এবং উন্নত দক্ষতার পথ প্রশস্ত করে।
এখনো এই ইয়ারবাডে ফিচার, রং, দাম সম্পর্কে তেমন কিছু প্রকাশ করেনি সংস্থা। তবে হুয়াওয়ে ফ্রিবাডস প্রো ৫ সংস্থার আগের মডেল হুয়াওয়ে ফ্রিবাডস প্রো ৪ এর তুলনায় কিছুটা ছোট দেখাচ্ছে, সক্রিয় শব্দ বাতিলকরণ কর্মক্ষমতা উন্নত করার জন্য পুনরায় ডিজাইন করা শব্দ-বাতিলকারী মাইক্রোফোন সহ।
যদিও হুয়াওয়ে এখনো নির্দিষ্ট সহনশীলতার সংখ্যা ভাগ করে নেয়নি, তবে চার্জিং কেস বিবেচনা করলে নতুন মডেলটি হুয়াওয়ে ফ্রিবাডস প্রো ৪ এর ৩৩ ঘণ্টা ব্যাটারি রেটিংকে ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
কোম্পানি নিশ্চিত করেছে যে হেডসেটটি স্নো হোয়াইট, ফ্রস্ট সিলভার, আর্থ গোল্ড এবং স্কাই ব্লু সহ চারটি রঙের ভেরিয়েন্টে পাওয়া যাবে, এবং সোনালি সংস্করণটি প্রচারমূলক ছবিতে একটি পরিশোধিত ধাতব রিম সহ হাইলাইট করা হয়েছে।
যদিও হুয়াওয়ে সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করেনি, ফ্রিবাডস প্রো ৫ অ্যাপলের এয়ারপডস প্রো ৩ এর একটি প্রিমিয়াম বিকল্প হিসেবে অবস্থান করবে বলে ধারণা করা হচ্ছে। শিগগির চীনা বাজারে আসতে চলেছে এই প্রিমিয়াম ইয়ারবাডটি। ততদিন গ্রাহকদের এর ব্যাপারে জানতে অপেক্ষা করতে হবে।
আরও পড়ুন
এক গ্যাজেটেই পাবেন একাধিক ফিচার
১০ মিনিট চার্জে ৪ ঘণ্টা চলবে এই ইয়ারবাড
সূত্র: গ্যাজেট ৩৬০
কেএসকে/এমএস

9 hours ago
3








English (US) ·