আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বলেছেন, আমাদের আগে জাতীয় নির্বাচন দরকার, পরে স্থানীয় নির্বাচন। আমরা সুষ্ঠু একটি নির্বাচন চাই। যাতে সবাই ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে এমন সুষ্ঠু পরিবেশ চাই।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের দরগা বাজারে জারা নিউ লুক জেন্টস পার্লার অ্যান্ড সেলুন উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, বর্তমানে দেশের পরিস্থিতি খুবই খারাপ। এ অবস্থায় মানুষ ঘর থেকে বের হয়ে বাড়িতে ফিরবে কিনা সে নিশ্চয়তা নেই। বর্তমান সরকারের (অন্তর্বর্তীকালীন সরকার) প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। ডাকাতি, ছিনতাই, খুন ও ধর্ষণ বেড়েই চলছে। এরকম পরিস্থিতি চলতে থাকলে মানুষ ঘর থেকে বের হতে পারবে না। বর্তমানে আমরা দেখতেছি পুলিশ প্রশাসনই নিরাপদে নেই। সেখানে জনগণ কীভাবে নিরাপত্তা পাবে।
নতুন কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন কি না এমন প্রশ্নে হিরো আলম বলেন, বর্তমানে আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি। আমি কোনো রাজনীতিতে নেই। আমি কোনো দলে যোগদান করব না। নির্বাচনেও অংশগ্রহণ করব না। আমি মিডিয়া জগতের লোক মিডিয়াতে থাকতে চাই।
এ সময় তাকে দেখতে হাজারো উৎসুক জনতা ভিড় করেন।