পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে সৌদি আরবে। ফলে দেশটিতে আগামীকাল শনিবার (১ মার্চ) থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। বিশ্বের অন্যান্য মুসলিম দেশও নিজ নিজ অবস্থান থেকে চাঁদ দেখার ভিত্তিতে রোজা শুরুর প্রস্তুতি নিয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আল-আরাবিয়া সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, সৌদি সুপ্রিম কোর্ট এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে। দেশটির বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্র চাঁদ দেখার চেষ্টা চালায়, যার মধ্যে অন্যতম ছিল সুদাইর ও তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্র।
তুমাইর অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সেখান থেকে চাঁদ দেখা সম্ভব হয়নি। তবে সুদাইর পর্যবেক্ষণ কেন্দ্রের আকাশ তুলনামূলক পরিষ্কার থাকায় সেখানে দেশটির স্থানীয় সময় বিকেল ৫টা ৫৭ মিনিটে রমজানের চাঁদ দেখার খবর নিশ্চিত করা হয়।
এর আগে সৌদি ধর্ম মন্ত্রণালয় দেশটির নাগরিকদের চাঁদ দেখার আহ্বান জানায় এবং খালি চোখে বা দূরবীন দিয়ে চাঁদ দেখলে তা নিকটস্থ আদালতে জানানোর অনুরোধ করা হয়।
এ বছর চাঁদ দেখে সবার আগে রমজান শুরুর ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। এরপর ইন্দোনেশিয়াও একই ঘোষণা দেয়। তবে ব্রুনাই ও মালয়েশিয়ায় চাঁদ দেখা না যাওয়ায় এসব দেশে রমজান শুরু হবে ২ মার্চ থেকে।
এছাড়া আফ্রিকার দেশ তানজানিয়া, ইথিওপিয়া ও ইউরোপের ফ্রান্সেও চাঁদ দেখা গেছে, ফলে এসব দেশেও শনিবার থেকে রোজা পালন শুরু হবে।
রমজান উপলক্ষে ইতোমধ্যে সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনার দুই মসজিদে বিশেষ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র মাসটি ইবাদত-বন্দেগি, কোরআন তিলাওয়াত এবং সিয়াম সাধনার মাধ্যমে কাটাবেন।