নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করতে হবে: নাহিদ ইসলাম

2 months ago 6

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যে সংবিধান দেশের সমাজ ও রাষ্ট্রকে বিভাজিত করেছে, দেশকে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রে পরিণত করেনি; সেই সংবিধান পরিবর্তন করে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করতে হবে। যেখানে মুক্তিযুদ্ধ, গণঅভ্যুত্থান এবং ব্রিটিশবিরোধী ১৯৪৭ সালের জন-আকাঙ্ক্ষার কথা থাকবে।

সোমবার (৭ জুলাই) সন্ধ্যার দিকে সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপানে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‌‘যারা গণহত্যা চালিয়ে আমার ভাইদের হত্যা করেছে, তাদের বিচার না করে নির্বাচন নয়। বিচার ও সংস্কারের পরেই নির্বাচন।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যে সংবিধান দেশের সমাজ ও রাষ্ট্রকে বিভাজিত করেছে

সিরাজগঞ্জের তাঁত শিল্পের ঐতিহ্য তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, ‘এই শিল্প আপনার-আমার গর্ব হতে পারতো কিন্তু আমরা সেটা সারাবিশ্বে তুলে ধরতে পারিনি। আমরা আগামীর বাংলাদেশে সিরাজগঞ্জের শিল্প ও ঐতিহ্য পুরো বাংলাদেশ নয়, পৃথিবীর বুকে তুলে ধরবো। এ জেলার মানুষের কর্মসংস্থান হবে। সুচিকিৎসা ও শিক্ষার ব্যবস্থা হবে।’

তিনি বলেন, ‘আমরা গণঅভ্যুত্থানের পর নিরপেক্ষ প্রশাসন, পুলিশ ও আদালত চেয়েছিলাম। কিন্তু আমরা দেখছি প্রশাসনে যারা রয়েছেন, তারা একটি দলের হয়ে কাজ করছেন।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যে সংবিধান দেশের সমাজ ও রাষ্ট্রকে বিভাজিত করেছে

জুলাই ঘোষণাপত্র ও সংস্কারের বিষয়ে এনসিপির আহ্বায়ক আরও বলেন, ‘শহীদ পরিবার যারা আছেন তাদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তার ব্যবস্থা সরকারকে করতে হবে। শুধু এই সরকার না, যেই সরকারই ক্ষমতায় আসুক, এটা করতে হবে। এটার জন্য আমরা জুলাই ঘোষণাপত্রের কথা বলছি। যে জুলাই ঘোষণাপত্রে এই শহীদদের কথা থাকবে, এই পরিবারগুলোর কথা থাকবে এবং সেটা সংবিধানে যুক্ত করা হবে।’

পথসভার পর জুলাই আন্দোলনের শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এনসিপির নেতাকর্মীরা।

এম এ মালেক/এসআর/জেআইএম

Read Entire Article