নতুন গানে মিলন

2 weeks ago 9

এক যুগেরও বেশি সময় শ্রোতাদের একের পর গান জনপ্রিয় গান উপহার দিয়ে আসছেন কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলন। সখি ভালোবাসা কারে কয় গানটি দিয়ে প্রথমবারের মতো শ্রোতাদের মনে দাগ কাটেন তিনি।
এরপর ‘লক্ষ্মী সোনা, ‘ডানাকাটা পরী, ‘তোমায় ভালোবাসি, ‘মনের দুঃখ, ‘চুপি চুপি, ‘পাইনা তোকে,  ও ‘যত দেখি তোমাকেসহ অনেক গানই তার শ্রোতাদের মনে দাগ কাটে।

চলতি বছরেও গানে নিয়মিত এ কণ্ঠশিল্পী। খুব শিগগির নতুন গান নিয়ে আসছেন তিনি। সম্প্রতি ‘আমার পৃথিবী’ শিরোনামে একটি গানের মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছেন মিলন। গানটিতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন আতিয়া আনিসা।

গানটি লিখেছেন আহমেদ রিজভী। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন শুভ্র মেহরাজ। মিউজিক ভিডিওতে মিলনের সঙ্গে মডেল হয়েছেন তানজিলা লিয়া। নাটাই মিউজিকের ইউটিউব চ্যানেলে খুব শিগগির মিউজিক ভিডিওটি প্রকাশ হবে।

গানটি প্রসঙ্গে মোহাম্মদ মিলন বলেন, ‘ইমরান ভাইয়ের সুর ও সংগীতে এটি আমার এবং আতিয়া আনিসার প্রথম দ্বৈত গান। গানটির কথা ও সুরের মধ্যে নতুনত্বের পাশাপাশি দৃশ্যায়নেও দর্শক-শ্রোতা ভিন্নতা পাবেন। 

তিনি আরও বলেন, আমি বরাবরই প্রতিটি গানে শ্রোতাদের নতুন কিছু দিতে চেষ্টা করে আসছি। নাটাই মিউজিককে ধন্যবাদ এমন একটি সুন্দর গানে পৃষ্ঠপোষকতা করার জন্য।
 

Read Entire Article