নতুন জামা-কাপড় কিনে না দেওয়ায় জীবন দিল কিশোর

2 days ago 11

বাবা দিনমজুর, মা রাস্তায় রাস্তায় পিঠা বিক্রি করে সংসার চালান। তাদের কাছে বায়না ধরেন ঈদে নতুন জামা-কাপড় কিনে দিতে হবে। না দিতে না পারায় অভিমানে বিষপানে আত্মহত্যা করেছে কিশোর অপু। 

শনিবার (২৯ মার্চ) দুপুরে তার মৃত্যু হয়। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের জানপুর গ্রামে এ ঘটনা ঘটে। অপু শেখ (১৫) ওই গ্রামের মনির হোসেন শেখের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে অপুর বন্ধুরা নতুন জামা-কাপড় ও আতশবাজি কিনতে ব্যস্ত। তখন অপুও তার বাবা-মায়ের কাছে নতুন জামা কাপড় কেনার টাকা আবদার করে। তার বাবা-মা টাকা দিতে অপারগতা প্রকাশ করায় অভিমান করে গত ২৭ মার্চ ঘাস মারার কীটনাশক পান করে। 

পরে দুই দিন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রাখা হয় তাকে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার জন্য রওনা হয় পরিবার। দুপুরের দিকে তার মৃত্যু হয়। 

ভাঙ্গা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন জানান, বাবার কাছে ঈদের নতুন জামা-কাপড় কেনার টাকা চেয়েছিল অপু। না পেয়ে বিষপান করে আত্মহত্যা করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

Read Entire Article