নতুন পরিচয়ে রাজকুমার রাও

3 weeks ago 12

সিনেমা প্রযোজনা করতে যাচ্ছেন ভারতীয় অভিনেতা রাজকুমার রাও। ২০২৫ সালের জন্য পরিচালক আদিত্য নিম্বলকারের নেটফ্লিক্সের একটি ওয়েব ফিল্ম পরিচালনা করছেন তিনি। যার নাম এখনো ঠিক হয়নি।

ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার সূত্রে জানা যায়, ছবিটির গল্প একটি হত্যাকাণ্ডের পটভূমিতে নির্মিত হবে। এই সিনেমায় অভিনয়ের পাশাপাশি রাজকুমার রাওয়ের প্রযোজক হিসেবে অভিষেক হবে। ছবির শুটিং ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হওয়ার কথা এবং একই বছরের শেষে এটি নেটফ্লিক্সে প্রিমিয়ার হবে।

আরও জানা যায়, রাজকুমারের সিনেমার গল্প এতটা পছন্দ হয় যে, তিনি নিজেই এটি প্রযোজনা করার সিদ্ধান্ত নেন। গল্পে অনেক টুইস্ট রয়েছে যা এই ধরনের ছবিকে নতুনভাবে উপস্থাপন করবে। এদিকে আদিত্য নিম্বলকার, যিনি  ‘সেক্টর ৩৬’-এর জন্য পরিচিত, তিনিই আসন্ন এ ছবিটি পরিচালনা করবেন। 
 
বর্তমানে রাজকুমার রাও ‘মালিক’ সিনেমার শুটিং করছেন। এটি পরিচালনা করেছেন পুলকিত। সবশেষ এ অভিনেতাকে ‘স্ত্রী ২’ সিনেমায় অভিনয় করতে দেখা যায়। যেখানে তার বিপরীতে অভিনয় করেন শ্রদ্ধা কাপুর।

Read Entire Article