নতুন পে-স্কেল; শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো নিয়ে যা জানা গেল

নবম পে-স্কেলে শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে পে-কমিশনের চূড়ান্ত অবস্থান প্রকাশ পেয়েছে। স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘদিন ধরে স্বতন্ত্র বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছেন। শুরুতে পে-কমিশন এই বিষয়ে ইতিবাচক মনোভাব দেখালেও শেষ মুহূর্তে জানিয়েছে, স্বতন্ত্র বেতন কাঠামো তাদের এখতিয়ারের বাইরে। পে-কমিশনের এক সূত্র জানিয়েছে, বিদ্যমান বেতন গ্রেডের ভিত্তিতে সুপারিশ করা হবে। কারণ স্বতন্ত্র বেতন কাঠামোর বিষয়টি মূলত সার্ভিস কমিশনের দায়িত্বে। তাই পে-কমিশন এই বিষয়ে সুপারিশ করতে পারবে না। অন্যদিকে, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) সভাপতি এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম জানিয়েছেন, কমিশন সুপারিশ না করলেও শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো বাস্তবায়নের দাবি নির্বাচিত সরকারের কাছে জানানো হবে। তিনি বলেন, “কমিশনের চেয়ারম্যান বিষয়টিকে ইতিবাচকভাবে দেখেছিলেন। এখন সুপারিশ না হওয়া আমাদের জন্য দুঃখজনক।” জানা গেছে, গত জুলাইয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের পে-কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার সময়সীমা দেয়া হয়েছিল। সেই হিসেবে আগাম

নতুন পে-স্কেল; শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো নিয়ে যা জানা গেল

নবম পে-স্কেলে শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে পে-কমিশনের চূড়ান্ত অবস্থান প্রকাশ পেয়েছে। স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘদিন ধরে স্বতন্ত্র বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছেন। শুরুতে পে-কমিশন এই বিষয়ে ইতিবাচক মনোভাব দেখালেও শেষ মুহূর্তে জানিয়েছে, স্বতন্ত্র বেতন কাঠামো তাদের এখতিয়ারের বাইরে।

পে-কমিশনের এক সূত্র জানিয়েছে, বিদ্যমান বেতন গ্রেডের ভিত্তিতে সুপারিশ করা হবে। কারণ স্বতন্ত্র বেতন কাঠামোর বিষয়টি মূলত সার্ভিস কমিশনের দায়িত্বে। তাই পে-কমিশন এই বিষয়ে সুপারিশ করতে পারবে না।

অন্যদিকে, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) সভাপতি এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম জানিয়েছেন, কমিশন সুপারিশ না করলেও শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো বাস্তবায়নের দাবি নির্বাচিত সরকারের কাছে জানানো হবে। তিনি বলেন, “কমিশনের চেয়ারম্যান বিষয়টিকে ইতিবাচকভাবে দেখেছিলেন। এখন সুপারিশ না হওয়া আমাদের জন্য দুঃখজনক।”

জানা গেছে, গত জুলাইয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের পে-কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার সময়সীমা দেয়া হয়েছিল। সেই হিসেবে আগামী ১৪ ফেব্রুয়ারি কমিশনের সময়সীমা শেষ হচ্ছে। শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো নিয়ে দাবি ও আলোচনা চললেও বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow