নতুন প্রণোদনা প্যাকেজে ৯০ বিলিয়ন ডলার ব্যয় করবে জাপান সরকার

3 hours ago 2

নতুন প্রণোদনা প্যাকেজে জেনারেল অ্যাকাউন্ট থেকে ১৩ দশমিক ৯ ট্রিলিয়ন ইয়েন বা প্রায় ৯০ বিলিয়ন ডলার দেওয়ার পরিকল্পনা করছে জাপান সরকার। মূলত মূল্যস্ফীতির প্রভাব থেকে পরিবারগুলোকে স্বস্তি দিতেই এই পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি।

তবে প্রস্তাবিত এই সরকারি ব্যয় জাপানের পাবলিক ফাইন্যান্সকে আরও চাপে ফেলবে। কারণ দেশটির সরকারি ঋণ বর্তমান অর্থনীতির চেয়ে দ্বিগুণ। গত বছর দেশটি প্রণোদনা প্যাকেজে ১৩ দশমিক ২ ট্রিলিয়ন ইয়েন ব্যয় করে।

জাপান সরকার বিনিয়োগ ও ঋণের ক্ষেত্রে ৮ ট্রিলিয়ন ইয়েন ব্যয় করবে। ফলে প্যাকেজের আওতায় মোট ৩৯ ট্রিলিয়ন ইয়েন ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে বেসরকারি ফান্ড ও স্থানীয় সরকার ব্যয়ও অন্তর্ভুক্ত।

এই ব্যয়ের তথ্য নিশ্চিত করেছে সরকার ও ক্ষমতাসীন দলের তিনটি সূত্র। যদিও তারা পরিচয় প্রকাশ করতে রাজি হয়নি।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, প্রণোদনা প্যাকেজের মধ্যে নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য ৩০ হাজার ইয়েন বরাদ্দ থাকবে। তাছাড়া ২০ হাজার ইয়েন বরাদ্দ থাকবে পরিবারের শিশুপ্রতি।

এ বিষয়ে এরই মধ্যে বিরোধী দলের সঙ্গে ঐকমত্যে পৌঁছেছে জাপানের জোট সরকার।

সূত্র: রয়টার্স

এমএসএম

Read Entire Article