আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের এস এস পাওয়ার প্ল্যান্টের নামে নেওয়া ঋণের সুদ ও ফিয়ের ওপর কর সুবিধা প্রত্যাহার করে নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি এ সংক্রান্ত আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কর সুবিধা বাতিলের আদেশটি আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
২০১৯ সালের ১৩ মার্চ এস আলম গ্রুপকে ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ঋণের বিপরীতে সুদের অর্থের ওপর উৎসে কর মওকুফ করা হয়। এখন এই আদেশের ফলে ঋণের কিস্তি পরিশোধের সময় সুদের ওপর অগ্রিম উৎসে কর দিতে হবে।
চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারায় এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে এস আলম গ্রুপ। ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে যায়। কয়লাভিত্তিক এ বিদ্যুৎকেন্দ্রটি বেসরকারি খাতের বড় বিদ্যুৎকেন্দ্র। এতে প্রায় ২৬০ কোটি ডলার বিনিয়োগ হয়েছে।
এসএম/এমএইচআর/এএসএম