নতুন বছরে কলেজে কতদিন ছুটি জানিয়ে দিল শিক্ষা মন্ত্রণালয়

দেশের সব সরকারি ও বেসরকারি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে। ছুটি নিয়ে কলেজ শিক্ষার্থীদের বড় সুখবরই দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এতে মোট ৭২ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে যেখানে পবিত্র রমজান মাসজুড়ে কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।  ছুটির তালিকা বিশ্লেষণ করে দেখা যায় পবিত্র রমজান, দোলযাত্রা, শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে টানা ২৬ দিনের ছুটি রাখা হয়েছে। ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এই ছুটি চলবে ২৫ মার্চ পর্যন্ত। এ ছাড়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।  দুর্গাপূজাসহ বিভিন্ন পূজা উপলক্ষ্যে আরও ১০ দিনের ছুটি রাখা হয়েছে। পাশাপাশি তালিকায় ১১ দিনের শীতকালীন অবকাশও অন্তর্ভুক্ত রয়েছে। একই প্রজ্ঞাপনে ২০২৬ সালের একাদশ ও দ্বাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম, ক্লাস শুরু, বার্ষিক পরীক্ষা ও নির্বাচনি পরীক্ষার সময়সূচিও প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপন অনু

নতুন বছরে কলেজে কতদিন ছুটি জানিয়ে দিল শিক্ষা মন্ত্রণালয়

দেশের সব সরকারি ও বেসরকারি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে। ছুটি নিয়ে কলেজ শিক্ষার্থীদের বড় সুখবরই দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এতে মোট ৭২ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে যেখানে পবিত্র রমজান মাসজুড়ে কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

ছুটির তালিকা বিশ্লেষণ করে দেখা যায় পবিত্র রমজান, দোলযাত্রা, শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে টানা ২৬ দিনের ছুটি রাখা হয়েছে। ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এই ছুটি চলবে ২৫ মার্চ পর্যন্ত। এ ছাড়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। 

দুর্গাপূজাসহ বিভিন্ন পূজা উপলক্ষ্যে আরও ১০ দিনের ছুটি রাখা হয়েছে। পাশাপাশি তালিকায় ১১ দিনের শীতকালীন অবকাশও অন্তর্ভুক্ত রয়েছে। একই প্রজ্ঞাপনে ২০২৬ সালের একাদশ ও দ্বাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম, ক্লাস শুরু, বার্ষিক পরীক্ষা ও নির্বাচনি পরীক্ষার সময়সূচিও প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ১৫ জুন। ১ জুলাই থেকে ক্লাস শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে। একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শুরু হবে ২৫ জুন। এই পরীক্ষার ফল আগামী ১৬ জুলাইয়ের মধ্যে প্রকাশ করতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow