নতুন বাংলাদেশ গঠনে জাপানকে এগিয়ে আসার আহ্বান ড. ইউনূসের

3 months ago 70

নতুন এক বাংলাদেশ গঠনে জাপানকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, তরুণদের সঙ্গে নিয়ে তিনি নতুন বাংলাদেশ ঘুরতে চান। দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক তরুণ জনগোষ্ঠী। তাদের মাধ্যমে বাংলাদেশকে স্বপ্নের বাংলাদেশে রূপান্তরিত করা সম্ভব।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ মে) জাপানের টোকিওতে নিক্কেই ফোরাম:৩০তম ফিউচার অব এশিয়া সম্মেলন-২০২৫ এ মূল বক্তার বক্তব্য শেষে প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, আমরা পুরনো বাংলাদেশে ফিরে যেতে চাই না। নতুন বাংলাদেশ গঠন করতে তার সরকার জাপানসহ বন্ধু ও সহযোগী দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানায়।

এমইউ/এমকেআর/এএসএম

Read Entire Article