নতুন যুদ্ধের সতর্কবার্তা ইরানের, ঘরে ঘরে প্রস্তুতির আহ্বান

2 weeks ago 11

আবারও যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এ জন্য তিনি দেশকে ভেতর থেকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। খবর শাফাক নিউজের।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) তেহরানে এক বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ন্যাটো ও কিছু আঞ্চলিক দেশের সামরিক সক্ষমতা ইরানের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে। ট্রাম্পের প্রথম মেয়াদে আঞ্চলিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা একীভূত করা হয়েছিল, যা এখন ইরানের ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কাজে লাগানো হচ্ছে।

মোহাম্মদ বাঘের গালিবাফ ইসরায়েল সরকারকে ‘২১ শতকের নতুন নাৎসিবাদ’ বলে আখ্যায়িত করেন। সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধে ইরানের দুর্বলতা খুঁজে বের করে তা ঠিক করা হয়েছে, আর শক্তিগুলো আরও জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

গালিবাফ বলেন, ইরানি জনগণের ঐক্য ও সেনাবাহিনীর প্রতি সমর্থন দেশের ভেতরে অস্থিতিশীলতা তৈরি করার সব প্রচেষ্টা ব্যর্থ করেছে।

সাম্প্রতিক সংঘাত

  • ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক স্থাপনায় হামলা চালায়।
  • এরপর যুক্তরাষ্ট্রও নাতানজ, ফোরদো ও ইসফাহানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানে।
  • জবাবে ইরানের বিপ্লবী গার্ড ‘অপারেশন ট্রু প্রমিজ–৩’ চালিয়ে ইসরায়েলের বিভিন্ন শহরে ২২ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
  • একইসঙ্গে কাতারে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি আল-উদেইদেও আঘাত হানে, যা অঞ্চলের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি।
Read Entire Article