নতুন রূপে আসছেন আমির খান

3 months ago 52

অনেক দিন ধরে বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছিল, রাজকুমার হিরানির সঙ্গে দীর্ঘ বিরতির পর আবারও জুটি বাঁধতে যাচ্ছেন আমির খান। এবার সেই সুখবর এলো। দীর্ঘ ১১ বছর পর আরও হাত মেলালেন বলিউডের এ দুই হিট মেকার নির্মাতা-অভিনেতা জুটি। ভারতীয় চলচ্চিত্রের জনক দাদাসাহেব ফালকের বায়োপিক বানাচ্ছেন নির্মাণ করতে যাচ্ছেন রাজকুমার হিরানি। এ সিনেমাতেই নাম ভূমিকায় দেখা মিলবে আমির খানের।

আমির খানের এর আগে হিরানির নির্মাণে ‘থ্রি ইডিয়টস’ ও ‘পিকে’ র মতো সিনেমা ছিল ব্লকবাস্টার। আর তারপর এটা আমির খান ও হিরানির তৃতীয় সিনেমা হতে যাচ্ছে। একটি প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, এ শিরোনামহীন সিনেমার শুটিং সামনে অক্টোবরেই শুরু হবে। সুপারস্টার নিজের নতুন চরিত্রের জন্য শিগগির প্রস্তুতি শুরু করবেন।

ধুন্ডিরাজ গোবিন্দ ফালকে, যিনি কিনা দাদাসাহেব ফালকে নামেই বেশি পরিচিত। ভারতীয় সিনেমার একজন পথিকৃৎ ব্যক্তিত্ব। ১৯১৩ সালে তার নির্মাণে ‘রাজা হরিশচন্দ্র’ ভারতের প্রথম ফিচার ফিল্ম হিসেবে বিবেচিত হয়। তার অভিনীত অন্যান্য আলোচিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘লঙ্কা দহন’, ‘শ্রীকৃষ্ণ জন্ম’ এবং ‘কালিয়া মর্দান’।

১৯৬৯ সালে ভারত সরকার ফালকের স্মৃতিতে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া শুরু করে। ভারতীয় চলচ্চিত্রে আজীবন অবদানকে সম্মান জানাতে প্রতি বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এই পুরস্কার প্রদান করা হয়।

একটি জানা গেছে, রাজকুমার হিরানি ও তার সহযোগী অভিজাত যোশী, লেখক হিন্দুকুশ ভরদ্বাজ এবং অভিষ্কার ভরদ্বাজ গত চার বছর ধরে ‘দাদাসাহেব ফালকে’ নিয়ে তৈরি হতে যাওয়া সিনেমার চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। ফালকের নাতি চন্দ্রশেখর শ্রীকৃষ্ণ পুসালকর এ সিনেমার পাশে আছে।

চন্দ্রশেখর দাদাসাহেব ফালকের জীবন থেকে অনেক ঘটনা ও তথ্য দিয়েছেন। লস অ্যাঞ্জেলেসের একটি ভিএফএক্স স্টুডিওগুলো এরই মধ্যে এ সিনেমার জন্য প্রাক স্বাধীনতা যুগ এবং সময়কালের উপর এআই ডিজাইন তৈরি করেছেন।

এদিকে এদিকে খুব শিগগির মুক্তি যাচ্ছে আমিরের ‘সীতারে জামিন পার’। আপাতত সেটা নিয়েই ব্যস্ত রয়েছেন আমির খান। তবে এরই মধ্যে সেই সিনেমা নিয়েও ট্রোলের মুখে পড়তে হয়েছে আমিরকে। দীর্ঘদিন ধরে এ অভিনেতা বক্স অফিসে ব্যর্থ হচ্ছেন। এবার দেখা যাক ‘দাদাসাহেব ফালকে’র বায়োপিকের সাফল্য আসে কিনা।

এমএমএফ/এএসএম

Read Entire Article