‘নদী বাঁধের ওপর গলা কাটা যুবক, অঝোরে ঝরছে রক্ত’
বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) রাত ৩টার দিকে বড়জালিয়া ইউনিয়নের শান্তির বাজার সংলগ্ন মাছঘাট এলাকা নদীর বাঁধ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী জেলে জালাল হোসেন রাঢ়ি বলেন, ‘রাত ১২টার দিকে ছেলেকে নিয়ে মেঘনা নদীতে মাছ শিকার করতে যাই। মাছ শিকার শেষে ফেরার পথে দেখতে পাই নদী বাঁধের বস্তার ওপর গলাকাটা অবস্থায় এক ব্যক্তি বসা অবস্থায় রয়েছেন। তার গলা দিয়ে অঝোরে রক্ত ঝরছে। এটা দেখে আমি অচেতন হয়ে পড়ি। এরপর কী হয়েছে তা জানি না। তবে ধারণা, ওই সময় লোকটি জীবিত ছিল।’ হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাত ৩টার দিকে যুবককে একটি নৌকার সামনে থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, ঘটনার পর সিআইডি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি পরিচয় নিশ্চিত হতে ফিঙ্গার প্রিন্ট নিয়েছে। রিপোর্ট পেলে তার পরিচয় জানা যাবে। তাছাড়া মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক
বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) রাত ৩টার দিকে বড়জালিয়া ইউনিয়নের শান্তির বাজার সংলগ্ন মাছঘাট এলাকা নদীর বাঁধ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী জেলে জালাল হোসেন রাঢ়ি বলেন, ‘রাত ১২টার দিকে ছেলেকে নিয়ে মেঘনা নদীতে মাছ শিকার করতে যাই। মাছ শিকার শেষে ফেরার পথে দেখতে পাই নদী বাঁধের বস্তার ওপর গলাকাটা অবস্থায় এক ব্যক্তি বসা অবস্থায় রয়েছেন। তার গলা দিয়ে অঝোরে রক্ত ঝরছে। এটা দেখে আমি অচেতন হয়ে পড়ি। এরপর কী হয়েছে তা জানি না। তবে ধারণা, ওই সময় লোকটি জীবিত ছিল।’
হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাত ৩টার দিকে যুবককে একটি নৌকার সামনে থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ঘটনার পর সিআইডি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি পরিচয় নিশ্চিত হতে ফিঙ্গার প্রিন্ট নিয়েছে। রিপোর্ট পেলে তার পরিচয় জানা যাবে। তাছাড়া মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) ময়নাতদন্ত হবে।
হিজলা থানা ওসি মো. আদিল হোসেন বলেন, ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহের পরিচয় শনাক্তকরণের চেষ্টা চলছে। তবে এটি হত্যা কিনা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
What's Your Reaction?