নদীর চর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

2 months ago 6

সাতক্ষীরার আশাশুনিতে নদীর চরপ কেওড়া বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে। রোববার (২৯ জুন) সকাল পৌনে ১০টার দিকে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা আশাশুনি থানায় খবর দেয়।

উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর ত্রিমোহন খেয়াঘাটের দক্ষিণ পাশে খোলপেটুয়া।

প্রত্যক্ষদর্শী মাসুম বিল্লাহ জানান, স্থানীয় কয়েকজনের সঙ্গে তিনি খোলপেটুয়া নদীতে কাঁকড়া ধরার জন্য কল্যাণপুর ত্রিমোহনী খেয়াঘাটের দক্ষিণ পাশে কেওড়া বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় কেওড়া বাগানের মধ্যে থেকে এক ব্যক্তির ঝুলন্ত পা দেখতে পেয়ে তিনি স্থানীয়দের বিষয়টি জানান। পরে বিষয়টি আশাশুনি থানা পুলিশকে অবহিত করা হয়।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফিন বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে মরদেহটি নদীর জোয়ারের পানিতে ভেসে এসে কেওড়া বাগানের সঙ্গে লেগে আছে। পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল ওদুদ ঘটনাস্থলে গেছেন। পরে বিস্তারিত জানা যাবে।

Read Entire Article