নদীর পানির দাবিতে চিংড়ি ও কাঁকড়া চাষিদের মানববন্ধন

2 days ago 9

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে নদীর পানির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় চিংড়ি ও কাঁকড়া চাষিরা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইউনিয়নের পোড়াকাটলা মন্দির মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পোড়াকাটলা ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বিকাশ মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে চাষিরা নদীর পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার আহ্বান জানান।

দ্বীপায়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনঙ্গ কুমার মণ্ডল বলেন, দীর্ঘদিন ধরে এলাকার খাল-বিল ও নদীর স্বাভাবিক পানি চলাচল বন্ধ রয়েছে। খাল সংস্কার না হওয়া এবং কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে চিংড়ি ও কাঁকড়া চাষে ভয়াবহ সংকট তৈরি হয়েছে। এতে হাজারো চাষি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

মানববন্ধনে বক্তব্য দেন মধুসূদন মণ্ডল, প্রতিভা রানী সরদার, প্রতীক চন্দ্র সরদার, অর্পনা মণ্ডল, রবীন্দ্রনাথ মণ্ডলসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। 

বক্তারা বলেন, উপকূলীয় মানুষের প্রধান জীবিকা হচ্ছে চিংড়ি ও কাঁকড়া চাষ। এ খাত বাঁচাতে সরকারকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে। অবিলম্বে নদীর পানি চলাচল স্বাভাবিক করার দাবি জানান তারা।

চাষিরা জানান, ঘেরে পর্যাপ্ত পানি প্রবাহ না থাকায় প্রতিনিয়ত চিংড়ি ও কাঁকড়া মারা যাচ্ছে। উৎপাদন কমে যাওয়ায় অনেকে ঋণের বোঝা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। অথচ সময়মতো স্লুইসগেট সংস্কার, খাল খনন এবং বাঁধ মেরামত করা হলে এ সংকট অনেকটা লাঘব হতো।

Read Entire Article