নদীর স্রোতে ভেসে গেল কৃষক

5 months ago 16

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নে একপাল গরু নিয়ে নদী পার হওয়ার সময় স্রোতে ভেসে গেছে এনামুল নামের এক কৃষক। 

সোমবার (২ জুন) বিকেলের দিকে উপজেলার মোজাফফর ইউনিয়নের বরনি নামক নদীতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার বিকেলের দিকে হাওরে গরু আনতে যায় এনামুল। গরু নিয়ে নদী পার হওয়ার সময় নদীর স্রোতে ভেসে যান তিনি। গরুগুলো পাড়ে উঠলেও এনামুল আর উঠতে পারে নাই। স্থানীয়দের ধারণা, তিনি পানিতে ডুবে মারা গেছেন। রাত ৯টা পর্যন্ত কৃষক এনামুলের খোঁজ পাওয়া যায় নাই।

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, ঘটনাটি আমি বিভিন্ন লোক মারফত জানতে পেরেছি। পরিবার থেকে এখনো কেউ অবহিত করেনি। অবহিত করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Read Entire Article