নন-ভেজ বিরিয়ানি দেওয়ায় রেস্তোরাঁ মালিককে গুলি করে হত্যা

2 hours ago 4

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচিতে এক রেস্তোরাঁ মালিককে গুলি করে হত্যা করা হয়েছে। জানা গেছে, নিরামিষ ভোজনকারী এক ক্রেতাকে ভুল করে নন-ভেজ বিরিয়ানি পরিবেশন করার জেরেই এই হত্যাকাণ্ড ঘটে।

ঘটনাটি ঘটে গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে কাংকে-পিথোরিয়া রোডে অবস্থিত এক হোটেলে। পুলিশ জানায়, এক ক্রেতা রেস্তোরাঁ থেকে নিরামিষ বিরিয়ানি কিনে নিয়ে গিয়েছিলেন, কিন্তু কিছুক্ষণ পর কয়েকজনকে নিয়ে ফিরে এসে অভিযোগ করেন, তাকে ভুল করে নন-ভেজ বিরিয়ানি দেওয়া হয়েছে।

রেস্তোরাঁ মালিক বিজয় কুমার নাগ (৪৭) নিজেই টেবিলে বসে খাচ্ছিলেন। এ সময় হামলাকারী বন্দুক বের করে গুলি চালায়। গুলি সরাসরি বিজয় কুমারের বুকে লাগে। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও পথে মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত বিজয় কুমার রাঁচির কাংকে থানার ভিঠা এলাকার বাসিন্দা। নিহতের মরদেহ রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস-এ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

রাঁচি এসপি প্রভীন পুষ্কর জানান, অপরাধীদের ধরতে একাধিক স্থানে অভিযান চালানো হচ্ছে।

রোববার (১৯ অক্টোবর) সকালে উত্তেজিত স্থানীয়রা কাংকে-পিথোরিয়া রোড অবরোধ করেন, হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

কাংকে থানার ওসি প্রকাশ রাজক বলেন, ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তা যাচাই করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

এমএসএম

Read Entire Article