নববর্ষের প্রাক্কালে অন্ধকারে ঢেকে গেছে পুয়ের্তো রিকো। দেশটির প্রায় ৯০ শতাংশ অর্থাৎ ১৫ লাখ গ্রাহক বিদ্যুৎবিভিন্ন অবস্থায় পড়েছেন। এই দ্বীপের প্রধান বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান লুমা এনার্জি এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।
লুমা এনার্জি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে পুয়ের্তো রিকোতে ১৬টি হাসপাতাল এবং বেশ কিছু প্রতিষ্ঠানসহ ৭ লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরেছে।
লুমা এনার্জির মুখপাত্র হুগো সোরেন্টিনি বলেছেন, কোস্টা সুরের প্রধান বিদ্যুৎ কেন্দ্রগুলোর একটিতে বৈদ্যুতিক লাইনে সমস্যার কারণে দ্বীপজুড়ে সমস্যা দেখা দিয়েছে।
হোয়াইট হাউজ জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে পুয়ের্তো রিকোর পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে। মার্কিন জ্বালানি বিষয়কমন্ত্রী জেনিফার গ্রানহোম সহায়তার প্রস্তাব দিতে পুয়ের্তো রিকোর গভর্নরের সঙ্গে কথা বলেছেন।
পুয়ের্তো রিকোর বর্তমান মার্কিন কংগ্রেসের প্রতিনিধি এবং নতুন গভর্নর জেনিফার গনজালেজ-কোলন বলেন, আমরা এমন একটি বিদ্যুৎ ব্যবস্থার ওপর নির্ভর করতে পারি না যা আমাদের জনগণকে ব্যর্থ করে দেবে।
তিনি বলেন, আজকের এই বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থা এবং বিদ্যুৎ পুনরুদ্ধারের বিষয়ে অনিশ্চয়তা আমাদের অর্থনীতি এবং জীবনযাত্রার মানকে প্রভাবিত করছে।
বর্তমান গভর্নর পেড্রো পিয়েরলুইসি দুটি প্রধান বিদ্যুৎ কোম্পানি লুমা এবং জেনারার কাছ থেকে সার্বিক পরিস্থিতি এবং এর সমাধান দাবি করেছেন। চলতি বছর বিদ্যুৎ বিভ্রাটের কারণে একযোগে কয়েক লাখ বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছে।
টিটিএন