চীন থেকে তাইওয়ানকে কেউ আলাদা করতে পারবে না। নববর্ষের বার্তায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এমনই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তাইওয়ানের সঙ্গে উত্তেজনা চললেও তিনি পুনর্মিলনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
বছরের শেষ দিন চীনের প্রেসিডেন্ট এমন বার্তা দেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সির বরাতে আনাদোলু এজেন্সি খবর প্রকাশ করেছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ২০২৫ সালের নববর্ষের বার্তায় বলেছেন, কেউ তাইওয়ানের সাথে চীনের পুনর্মিলন ঠেকাতে পারবে না। তাইওয়ান প্রণালির দুই পাশের আমরা চীনারা এক এবং একই পরিবারের। আমাদের মধ্যে আত্মীয়তার বন্ধন কেউ কখনো ছিন্ন করতে পারবে না।
তিনি আরও বলেন, মাতৃভূমির পুনর্মিলনের ঐতিহাসিক গতিকে কেউ আটকাতে পারবে না।
তাইওয়ান নিয়ে উত্তেজনা ক্রমাগত বাড়তে থাকায় শির কাছ থেকে এ মন্তব্য এসেছে। তাইওয়ানের নেতা উইলিয়াম লাই চিং-তে মে মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে সম্পর্ক দ্রুত খারাপ হচ্ছে। এ কয় মাসে বেইজিং দ্বীপটি অবরোধসহ তিনটি বড় সামরিক মহড়া করেছে। অপরদিকে তাইওয়ান জরুরি মুহূর্তে প্রতিরোধের জন্য প্রস্তুতি বাড়াচ্ছে। তারাও বিভিন্ন ধরনের সামরিক অনুশীলন করছে। এদিকে প্রণালিতে মার্কিন সামরিক উপস্থিতিও বেড়েছে। গত মাসেই একটি মার্কিন গোয়েন্দা বিমান প্রণালিটি চক্কর দেয়। এ নিয়ে তাইওয়ান, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ছড়ায়। অবশ্য ওই ঘটনা দেশ তিনটির সামরিক বাহিনীর বিবৃতি আদান-প্রদানের মধ্যেই সীমাবদ্ধ ছিল।
চীন তাইওয়ানকে একটি বিচ্ছিন্ন প্রদেশ বিবেচনা করে। অথচ তাইপেই ১৯৪৯ সাল থেকে নিজেকে স্বাধীন দাবি করে তা বজায় রেখেছে৷ ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত হওয়ার কারণে বিষয়টি এখন মূল আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ কারণ, এ অঞ্চলে বিচ্ছিন্নতাবাদ ছড়ানোর জন্য চীন বরাবরের মতো পশ্চিমা শক্তিকে দায়ী করে। ডোনাল্ড ট্রাম্প তাইপে নিয়ে নতুন সিদ্ধান্ত নিলে পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে।