নবায়নযোগ্য শক্তির বিদ্যুৎ প্রকল্পে আরও ৫ বছরের কর সুবিধা

1 month ago 13

নবায়নযোগ্য শক্তির বিদ্যুৎ প্রকল্পে আরও ৫ বছরের কর সুবিধা দিয়েছে সরকার। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নবায়নযোগ্য শক্তিনির্ভর বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য আরেক দফা কর ছাড় দিয়ে বুধবার (২৭ নভেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে নবায়নযোগ্য শক্তির বিদ্যুৎকেন্দ্র সর্বমোট ১৫ বছরের কর অব্যাহতি পাবে। এরমধ্যে ১০ বছরের জন্য পুরো আয়কর অব্যাহতি এবং ৫ বছরের জন্য বিভিন্ন হারে আয়কর ছাড়।

এক মাসের মাথায় আগের প্রজ্ঞাপন বাতিল করে আরও ৫ বছরের বাড়তি কর সুবিধা দেওয়ার নতুন প্রজ্ঞাপন জারি করলো এনবিআর।

এর আগে, গত ২৯ অক্টোবর নবায়নযোগ্য শক্তির বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্রে প্রথম ৫ বছরে পুরো আয়কর অব্যাহতি এবং পরের ৫ বছরের জন্য কর ছাড় দিয়েছিল।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, নবায়নযোগ্য শক্তির কোনো বিদ্যুৎকেন্দ্র ২০৩০ সালের ৩০ জুনের মধ্যে উৎপাদনে গেলে সেটি আয়ের ওপর প্রথম ১০ বছর আয়কর অব্যাহতি এবং পরবর্তী ৫ বছর বিভিন্ন হারে আয়কর ছাড় পাবে।

২০২৫ সালের ১ জুলাই থেকে ২০৩০ সালের ৩০ জুনের মধ্যে বাণিজ্যিক উৎপাদনে যাওয়া বেসরকারি বিদ্যুৎ উৎপাদন নীতির আওতায় নবায়নযোগ্য জ্বালানিনির্ভর বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিগুলো এ সুবিধা পাবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এসব কোম্পানিকে প্রথম ১০ বছর আয়ের ওপর কোনো কর দিতে হবে না। পরের ৩ বছর ৫০ শতাংশ এবং এর পরের ২ বছর ২৫ শতাংশ কর অব্যাহতি মিলবে। তবে সেজন্য বাংলাদেশ বেসরকারি বিদ্যুৎ উৎপাদন নীতিতে নির্ধারিত সব শর্ত পূরণ করতে হবে।

সম্প্রতি এক সেমিনারে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) জানায়, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে, নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব দিলে অর্থনীতি স্থিতিশীল থাকবে।

এসএম/কেএসআর/জেআইএম

Read Entire Article