নবীন প্রজন্মই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে : কফিল উদ্দিন

1 hour ago 3

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন, আজকের নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে। কেউ হবে গায়ক, কেউ হবে নায়ক, কেউ হবে খেলোয়াড়, কেউ ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা উকিল-ব্যারিস্টার; ভবিষ্যতের দেশ আপনাদের হাতে গড়ে উঠবে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর উত্তরার কিংস কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কফিল উদ্দিন বলেন, আমরা যারা প্রবীণ হয়েছি, আমরা আর নতুন কিছু হতে পারব না। আমরা যে অবস্থানে আছি, সেখান থেকেই আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত চলতে হবে। কিন্তু আপনাদের হাতেই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। তাই শিক্ষার পাশাপাশি শরীর চর্চা, সামাজিক দায়বদ্ধতা, বড়-ছোটর প্রতি শ্রদ্ধা, সম্মান, ভক্তি ও ভালোবাসা শেখা জরুরি। শুধু বই মুখস্থ করলেই প্রকৃত শিক্ষিত হওয়া যায় না; মানুষের জন্য কাজ করাই শিক্ষার আসল উদ্দেশ্য।

এ সময় তিনি বলেন, আমি ঢাকা-১৮ আসনের উত্তরা এলাকার স্থায়ী বাসিন্দা। আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী হিসেবে আপনাদের একজন ভাই, বন্ধু ও শুভাকাঙ্ক্ষী হয়ে আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।

তিনি আরও বলেন, জনগণের শক্তিই আমার প্রকৃত ভরসা। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আমি এ এলাকার মানুষের উন্নয়ন এবং অধিকার আদায়ে কাজ করতে চাই।

কফিল উদ্দিন আহমেদ  নবীন-প্রবীণ সবার অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানকে প্রজন্মের মিলনমেলা হিসেবে অভিহিত করেন।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 

Read Entire Article