নরসিংদী জেলা যুবদল সভাপতির কুরুচিপূর্ণ বক্তব্য, বিএনপির শোকজ
নরসিংদী জেলা যুবদলের সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মহসীন হোসাইন বিদ্যুৎকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। এছাড়াও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ও সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী পৃথকভাবে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন।
শনিবার (১৮ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক শোকজ নোটিশে বলা হয়েছে, ‘সম্প্রতি আপনি (বিদ্যুৎ) এক সভায় কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন। যা সম্পূর্ণরূপে সাংগঠনিক শিষ্টাচারের পরিপন্থি। সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত আপনার সেই বক্তব্যের ফুটেজ আমাদের নিকট আছে। এ ধরনের শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দেখিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো।’
এছাড়াও নরসিংদী জেলা বিএনপির শোকজ নোটিশে বিদ্যুতের উদ্দেশ্যে লেখা হয়েছে, ‘আপনার সদয় অবগতি ও অত্র পত্র প্রাপ্তির ৩ কার্যদিবসের মধ্যে জবাব প্রদান করার জন্য জানাইতেছি, গত ১১ অক্টোবর রায়পুরা উপজেলা বিএনপি কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির সভায় ব্যক্তির বিরুদ্ধে আপনার কুরুচিপূর্ণ বক্তব্য দলের অভ্যন্তরে বিভ্রান্তি-বিভাজন সৃষ্টিসহ দলীয় শৃঙ্খলা পরিপন্থি হিসেবে গণ্য করা হয়েছে। যা সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে। আপনার বক্তব্যের ভিডিও ফুটেজ আমাদের হাতে রক্ষিত। যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। কাজেই আপনাকে উল্লিখিত সময়ের মধ্যে নিম্নস্বাক্ষরকারী বরাবর লিখিত জবাব প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে।’
এই নোটিশের অনুলিপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় দপ্তর এবং যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছেও দেওয়া হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশের বিষয়ে জানতে চাইলে মহসিন হোসাইন বিদ্যুৎ বলেন, ‘আমি শোকজের জবাব রেডি (প্রস্তুত) করেছি। দ্রুত সময়ের মধ্যেই জমা দেব।’
অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কারও নাম ধরে বা কারোর বিরুদ্ধে বক্তব্য দিইনি, আর আমার বিরুদ্ধে চাঁদাবাজি ও ঠিকাদারি নিয়ন্ত্রণের অভিযোগ ভিত্তিহীন।’

3 weeks ago
19








English (US) ·