নরসিংদীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার

2 months ago 13
নরসিংদীর পলাশে কলাবাগান থেকে মো. দেলোয়ার হোসেন (৩০) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ জুন) সকালে পলাশ উপজেলার পাঁচদোনা-চরসিন্দুর আঞ্চলিক সড়কের পাশে ধনারচর গ্রামের একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত দেলোয়ার হোসেন পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামের আবু সাইদের ছেলে। তার রাইসা নামে দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে পলাশের পাঁচদোনা-চরসিন্দুর আঞ্চলিক সড়কের চরসিন্দুর ইউনিয়নের ধনারচর গ্রামের একটি কলাবাগানে অজ্ঞাত এক যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। গলাকাটাসহ মরদেহটির শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। নিহতের স্ত্রী রাকিবা বেগম জানান, আমার স্বামী দেলোয়ার হোসেন শনিবার (১৪ জুন) সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়, রাতে আর বাড়ি ফেরেনি, সকালে লোক মুখে শুনতে পাই আমার স্বামীকে কে বা কারা হত্যা করেছে। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, গজারিয়া ইউনিয়নের ধনারচর কলাবাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। গলাকাটাসহ শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
Read Entire Article