নরসিংদীতে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতিসহ গ্রেপ্তার ৩

2 weeks ago 17
নরসিংদীর বেলাব উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বেলাব থানার ওসি মীর মাহবুবুর রহমান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। গ্রেপ্তাররা হলেন- বেলাব উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সারোয়ার হোসেন অপু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. ইমাম হোসেন শেখ ও বিন্নাবাইদ ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালিব মিয়া। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সারোয়ার হোসেন অপুকে মাদকসহ তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে গত জুলাইয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা ও শিক্ষার্থীসহ ৪ জন নিহতের ঘটনায় মো. ইমাম হোসেন শেখ ও আব্দুল মোতালিবকে গ্রেপ্তার করা হয়। বেলাব থানার ওসি মীর মাহবুবুর রহমান কালবেলাকে বলেন, সারোয়ার হোসেন অপুকে তার বাড়িতে মাদকসহ গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে শিবপুর থানায় জুলাইয়ে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা মামলায় বাকি দুজনকে বেলাব থানা পুলিশের সহযোগিতায় শিবপুর থানা পুলিশ গ্রেপ্তার করে। শিবপুর থানার ওসি মো. আফজাল হোসাইন জানান, গত জুলাইয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও শিক্ষার্থীসহ ৪ জন নিহতের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
Read Entire Article