নরসিংদীতে কারখানায় আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

3 hours ago 6

নরসিংদীর শেখেরচরের মেহেরপাড়ায় মরিয়ম টেক্সটাইলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

আগুনে পুড়ে গেছে কারখানাটির তৈরি কাপড়সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র। তবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রাফি জানিয়েছেন, দুপুরে ২টার দিকে মরিয়ম টেক্সটাইলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন কারখানায় বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিসের তিনটি ও মাধবদী ফায়ার সার্ভিসের দুটিসহ মোট পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তৈরি কাপড়, মেশিনারিজসহ গুরুত্বপূর্ণ জিনিস পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে।

সঞ্জিত সাহা/জেডএইচ/জেআইএম

Read Entire Article