নরসিংদীতে ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হামলা

1 month ago 19

নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাম্মির রহমান টিপুর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রোববার (১৭ নভেম্বর) সকালে মনোহরদী উপজেলার চরমান্দালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

ছাত্র দলের নেতাকর্মীরা জানান, গত ১৪ নভেম্বর চরমান্দালিয়ায় দলীয় নেতাকর্মীদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও দোকানপাটে লুটপাট চালায় একদল সন্ত্রাসী। এ ঘটনায় রোববার আহত নেতাকর্মীদের দেখতে চরমান্দালিয়ায় যান টিপু। এ সময় ১০-১৫ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টিপুসহ তার সঙ্গে থাকা লোকজনের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন টিপু। পরে তাকে স্থানীয় নেতাকর্মীরা উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।  

আহত সাম্মির রহমান টিপু বলেন, গত ১৪ নভেম্বর চরমান্দালীয়াতে দোলনের নেতৃত্বে আমাদের দলীয় কর্মীদের ওপর হামলা করে বাড়ি-ঘর ভাঙচুর ও দোকানে লুটপাট চালানো হয়। এ সময় সন্ত্রাসীরা দলীয় কার্যালয়ে হামলাসহ আসবাবপত্রে আগুন দেয়। এ ঘটনার পর আহত ও নির্যাতিত নেতাকর্মীদের খোঁজখবর নিতে গেলে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জুয়েলের নেতৃত্বে আমাদের ওপর দেশীয় অস্ত্রসহ অতর্কিত হামলা চালানো হয়।  এতে তাদের বাধা দিলে আমার ওপর হামলা চালায়। এ ঘটনায় আমরা ৪-৫ জন গুরুতর আহত হয়েছি। 

এ বিষয়ে মনোহরদী থানার ওসি জুয়েল হোসেন বলেন, বিষয়টি জেনেছি। তবে এ ঘটনায় লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Read Entire Article