নরসিংদীতে জমি নিয়ে টেঁটা যুদ্ধ, আহত ১২

3 days ago 9

নরসিংদীর রায়পুরায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের মধ্যে টেঁটা যুদ্ধ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

সোমবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার চানপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মনসুর আলী বাড়ি ও সাবুদ আলী বাড়ির লোকদের মধ্যে এ ঘটনা ঘটে। 

আহতরা হলো- মকবুল হোসেন (২৫), আশরাফ আলী (৪৫), জহিরুল ইসলাম (২৫), ছায়দুল ইসলাম (২৫), আমেনা বেগম (৬০), সখিনা বেগম (৫০), মোখলেস (৫০), নাজীর মিয়া (৪৫), লাক মিয়া (৪২)। অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কালিকাপুর গ্রামের মনসুর আলীর বাড়ি ও সাবুদ আলীর বাড়ির বংশের লোকজনের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এরই জের ধরে সোমবার দুপক্ষের সমর্থকরা টেঁটা-বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়। 

আহত নাজীর হোসেন বলেন, সম্পত্তি নিয়ে বিরোধে নজির মিয়ার লোকজন আমাদের বাড়িঘর ঘেরাও করে। তাদের হাতে পিস্তলসহ ককটেল, টেঁটা ছিল। আবুল হোসেন ও লাক মিয়া দায়ের কোপে আহত হয়েছেন।

আহত আশরাফ আলী বলেন, সকালে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রতিপক্ষের লোকজন আমাদের ওপর হামলা চালায়। এ সময় আমিসহ বেশ কয়েকজন গুরুতর আহত হই। 

রায়পুরা থানার ওসি আব্দুল জব্বার কালবেলাকে বলেন, জমিসংক্রান্ত বিরোধ নিয়ে ধাওয়াপাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেশ কয়েকজন আহত হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষের অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Read Entire Article