নরসিংদীতে টেক্সটাইল মিলে ভয়াবহ আগুন

2 hours ago 5

নরসিংদীর একটি টেক্সটাইল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন কার্যালয়ের পাশে মরিয়ম টেক্সটাইলে এ ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটেনি।
 
স্থানীয়রা জানায়, দুপুরে হঠাৎ মরিয়ম টেক্সটাইল মিল থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের মাধবদী ও নরসিংদীর মোট ৫টি ইউনিট দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। টেক্সটাইল মিলে উৎপাদনের পর মজুদ রাখা গ্রে কাপড় আগুনে পুড়ে গেছে। এ সময় টেক্সটাইল মিল কর্তৃপক্ষ স্থানীয়দের সহায়তায় বেশকিছু মালামাল বের করে আনতে সক্ষম হয়। তবে মিলের মূল্যবান মেশিন ও কাপড় পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। 

নরসিংদী ফায়ার সার্ভিসের উপপরিচালক শিমুল মোহাম্মদ রাফি বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে নরসিংদী ফায়ার সার্ভিসের তিনটি ও মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে। দুপুর ১টা ৪০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দেড় ঘণ্টার চেষ্টায় বিকেল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।

মরিয়ম টেক্সটাইল মিলের মালিক হাবিবুর রহমান বলেন, অগ্নিকাণ্ডে আমার সব পুড়ে ছাই হয়ে গেছে। আমি এখন নিঃস্ব।

Read Entire Article