নরেন্দ্র মোদির বক্তব্য উসকানিমূলক : খেলাফত মজলিস

3 weeks ago 10
বাংলাদেশের মহান বিজয় দিবসকে ভারতের বিজয় দিবস দাবি করে ভারতের নরেন্দ্র মোদির বক্তব্য উসকানিমূলক যা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি অশ্রদ্ধার শামিল। তার এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের যৌথ বিবৃতিতে বলেন, ‘ভারত বাংলাদেশকে তার করদ রাজ্যে পরিণত করতে চেয়েছিল। বিগত ১৬ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বাংলাদেশকে শোষণ করেছে। ২০২৪ এর ছাত্র-জনতার অভ্যুত্থানে খুনি হাসিনার পতনের পর ভারতের কষ্ট বেড়ে গেছে।’  নেতৃদ্বয় আরও বলেন, ‘নরেন্দ্র মোদি বিজয় দিবসের টুইটে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের বিজয়কে ‘ভারতের বিজয়’ বলে উল্লেখ করেছেন। তার পুরো বক্তব্যে বাংলাদেশের নামটা পর্যন্ত উল্লেখ করেননি। গত কয়েক বছর ধরে বাংলাদেশের বিজয় দিবসকে কেন্দ্র করে তিনি এই ধরনের বানোয়াট ও ইতিহাস বিকৃতিমূলক পোস্ট করে যাচ্ছেন। এর দ্বারা প্রকারান্তরে তিনি বাংলাদেশের অস্তিত্বকেই অস্বীকার করছেন। তার এই বক্তব্য উসকানিমূলক, যা এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি অশ্রদ্ধার শামিল। একটি বৃহৎ গণতান্ত্রিক দেশের সর্বোচ্চ নির্বাহী পদে থেকে নরেন্দ্র মোদিকে আরও দায়িত্বশীলতা প্রদর্শন করা উচিত। ভারতের বুঝা উচিত তাদের তাবেদার শাসক বাংলাদেশে আর কখনো প্রতিষ্ঠিত করা যাবে না, জুলাই বিপ্লব তা স্পষ্ট করে দিয়েছে। বাংলাদেশের সঙ্গে ষড়যন্ত্র, হুমকি কিংবা উসকানি দিয়ে নয়, বরং প্রতিবেশীসুলভ ও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক গড়তে ভারতকে এগিয়ে আসতে হবে।’    
Read Entire Article