নাইজেরিয়ায় সামরিক অভিযানে শীর্ষ কমান্ডারসহ ৬০ জঙ্গি নিহত

3 months ago 32

নাইজেরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, তাদের অভিযানে এক শীর্ষ কমান্ডারসহ ৬০ জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছে। ২০০৯ সাল থেকে চলমান বিদ্রোহী সহিংসতার উত্তর-পূর্বাঞ্চলীয় কেন্দ্রস্থলে বিমান ও স্থল অভিযান চালিয়েছে সেনাবাহিনী। খবর এএফপির।

শুক্রবার ভোরে সেনারা বোকো হারাম এবং প্রতিদ্বন্দ্বী ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি) শিবিরে দুটি পৃথক অভিযান চালায়। সেনাবাহিনী জানিয়েছে, এসব অভিযানে ৬০ জঙ্গি নিহত হয়েছে।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ক্যামেরুন সীমান্তের কাছে বোর্নো রাজ্যের গোজা শহরের বাইরে বিটা গ্রামে বোকো হারাম জঙ্গিদের ক্যাম্পে সেনা অভিযানে বেশ কয়েকজন জঙ্গি নিহত হয়েছে।

বিটা নামের একটি সামরিক অভিযান সম্পর্কে এক বিবৃতিতে বলা হয়েছে, তীব্র লড়াইয়ের পর কমপক্ষে ৬০ জন জঙ্গি নিহত হয়েছে। শুক্রবার নাইজার সীমান্তের কাছে আবাদাম জেলার বিটা এবং কারেটো গ্রামে বোকো হারামের শিবিরে বিমান হামলার বিষয়টি দুটি গোয়েন্দা সূত্র এএফপির একজন প্রতিবেদককে নিশ্চিত করেছে।

এর কয়েক ঘণ্টা পরেই সেনারা চাদ হ্রদের তীরে কুকাওয়া শহরে বোকো হারামের একটি শক্ত ঘাঁটিতে আক্রমণ করে। এতে এক শীর্ষ কমান্ডার এবং তার সহযোগীদের হত্যা করা হয়েছে বলে সেনাবাহিনী একটি পৃথক বিবৃতিতে জানিয়েছে।

এতে বলা হয়েছে, কুকাওয়া জেলার বোকো হারাম কমান্ডার আমির আবু ফাতিমা সেনা সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে গুরুতর আহত হয়েছেন।

টিটিএন

Read Entire Article