নাক্ষত্রিক তরবারি!
হাবল স্পেস টেলিস্কোপে তোলা চমৎকার একটি ছবি- মহাবিশ্বের নীল তরবারি। যা বিশাল মহাজাগতিক হৃদয়কে বিদ্ধ করছে বলে মনে হচ্ছে। এই নাক্ষত্রিক তরবারি সুপারহিটেড আয়নিত গ্যাসীয় জেট দিয়ে গঠিত। যা IRAS 05491+0247 নামক একটি নবজাতক তারার বিপরীত মেরুতে ছুটে যাচ্ছে। টেলিস্কোপ হাবলের বিশ্লেষণকারী দলের তথ্যমতে, হার্ট হলো প্রোটোস্টারকে ঘিরে থাকা অবশিষ্ট ধুলোর অংশ এবং গ্যাসীয় মেঘ। আয়নিত গ্যাসীয় জেট এবং মেঘের মধ্যে নাটকীয় মিথস্ক্রিয়া একটি অস্বাভাবিক স্বর্গীয় দৃশ্য তৈরি করেছে, যা হারবিগ-হারো বস্তু নামে পরিচিত। এখানে যে ছবি তোলা হয়েছে তার নাম দেওয়া হয়েছে- HH111। এটি পৃথিবী থেকে