নাগরিক ঐক্যের প্রতীক কেটলিই থাকছে: ইসি

2 months ago 7

নাগরিক ঐক্যের প্রতীক কেটলিই থাকছে বলে সাফ জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। যদিও কেটলি প্রতীকের পরিবর্তে শাপলা বা দোয়েল পাখি বরাদ্দ চেয়েছিল দলটি।

মঙ্গলবার (১৭ জুন) ইসি সচিব আখতার আহমেদের কাছে এ সংক্রান্ত আবেদন দিয়েছিল দলটি। তবে তাৎক্ষণিকভাবে আবেদন নাকচ করে দেয় সংস্থাটি।

ইসি সচিবের সঙ্গে সাক্ষাতের পর নাগরিক ঐক্যের নেত্রী ফেরদৌসী আক্তার সাংবাদিকদের বলেন, নাগরিক ঐক্য পছন্দের প্রতীক পায়নি। ইসি আমাদের কেটলি প্রতীক দিয়েছে। আমরা দলীয় পছন্দ অনুযায়ী শাপলা বা দোয়েল পাখি প্রতীক চেয়ে আবেদন করেছি।

জানা গেছে, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য ইসির নিবন্ধন পায়।

এমওএস/এমআইএইচএস/জিকেএস

Read Entire Article