নাগরিকদের সরাতে কিছুই করতে পারছে না মার্কিন দূতাবাস

2 months ago 9
জেরুসালেমে অবস্থিত মার্কিন দূতাবাস আবারও জানিয়েছে, তারা এ মুহূর্তে চাইলেও সেখানে থাকা মার্কিন নাগরিকদের দেশ ছাড়তে সরাসরি সহায়তা দিতে পারবে না। সোমবার প্রকাশিত নতুন নিরাপত্তা বিজ্ঞপ্তিতে দূতাবাস বলেছে, মার্কিন দূতাবাস এই মুহূর্তে মার্কিন নাগরিকদের সরাসরি দেশত্যাগে সহায়তা দিতে পারছে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দূতাবাসের সমস্ত সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা ঘরেই থাকার নির্দেশ পেয়েছেন। কয়েক দিন আগে, ইরানে হামলা শুরু হওয়ায় ও পাল্টাপাল্টিতে পঞ্চম দিনে গড়ালে দূতাবাস একইরকম সতর্কবার্তা জারি করেছিল। ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ও সমুদ্রবন্দরগুলো বন্ধ রয়েছে। বেন গুরিয়ন বিমানবন্দর থেকে কোনো বাণিজ্যিক বা বিশেষ বিমানে দেশ ছাড়ার সুযোগ নেই। তাই দূতাবাস বলেছে, চাইলে স্থলপথে জর্ডান ও মিশর পাড়ি দেওয়া যেতে পারে। সেখানে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। মার্কিন নাগরিকদের আরও মনে করিয়ে দেওয়া হয়েছে, মর্টার, রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হতে পারে— তাই আশ্রয় নেওয়ার নিকটবর্তী নিরাপদ স্থানের তথ্য জেনে রাখা অপরিহার্য।
Read Entire Article