নাজমুল পদত্যাগ না করায় হোটেলেই ক্রিকেটাররা, প্রথম ম্যাচ নিয়ে শঙ্কা
বিতর্কিত মন্তব্যের জেরে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবিতে অনড় অবস্থান নিয়েছেন ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই পরিচালক নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ-এর ঢাকা পর্বের প্রথম ম্যাচ অনিশ্চয়তার মুখে পড়েছে। ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) আগেই আল্টিমেটাম দিয়েছিল—ঢাকা পর্বের ম্যাচ শুরুর আগে নাজমুল ইসলাম পদত্যাগ না করলে ক্রিকেটাররা মাঠে নামবেন না। কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন সেই অবস্থান পুনর্ব্যক্তও করেছিলেন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও নাজমুল ইসলামের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না আসায় ক্রিকেটাররা তাদের সিদ্ধান্ত কার্যকর করেছেন। ফলে নির্ধারিত সূচি অনুযায়ী মাঠে উপস্থিত হওয়ার কথা থাকলেও নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা এখনো টিম হোটেলেই অবস্থান করছেন। বিপিএলের নিয়ম অনুযায়ী ম্যাচ শুরুর অন্তত দুই ঘণ্টা আগে দলের মাঠে পৌঁছানোর কথা। তবে নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, ম্যাচ শুরুর কাছাকাছি সময়েও কোনো দলই মাঠে যাওয়ার প্রস্তুতি নেয়নি। এতে করে ঢাকা পর্বের প্রথম ম্যাচ আদৌ অনুষ্ঠিত হবে কি ন
বিতর্কিত মন্তব্যের জেরে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবিতে অনড় অবস্থান নিয়েছেন ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই পরিচালক নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ-এর ঢাকা পর্বের প্রথম ম্যাচ অনিশ্চয়তার মুখে পড়েছে।
ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) আগেই আল্টিমেটাম দিয়েছিল—ঢাকা পর্বের ম্যাচ শুরুর আগে নাজমুল ইসলাম পদত্যাগ না করলে ক্রিকেটাররা মাঠে নামবেন না। কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন সেই অবস্থান পুনর্ব্যক্তও করেছিলেন।
কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও নাজমুল ইসলামের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না আসায় ক্রিকেটাররা তাদের সিদ্ধান্ত কার্যকর করেছেন। ফলে নির্ধারিত সূচি অনুযায়ী মাঠে উপস্থিত হওয়ার কথা থাকলেও নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা এখনো টিম হোটেলেই অবস্থান করছেন।
বিপিএলের নিয়ম অনুযায়ী ম্যাচ শুরুর অন্তত দুই ঘণ্টা আগে দলের মাঠে পৌঁছানোর কথা। তবে নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, ম্যাচ শুরুর কাছাকাছি সময়েও কোনো দলই মাঠে যাওয়ার প্রস্তুতি নেয়নি। এতে করে ঢাকা পর্বের প্রথম ম্যাচ আদৌ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে।
বিস্তারিত আসছে...
What's Your Reaction?