নাজিরপুরে যুবদলের উদ্যোগে শোভাযাত্রা

3 months ago 52

ঈদ পরবর্তী শুভেচ্ছা জানানো, মাঠ পর্যায়ে জনগণকে দলে সম্পৃক্ত করা, দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করা এবং দলীয় প্রচারণার অংশ হিসেবে বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়ন যুবদল শোভাযাত্রা করেছে। বিএনপির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মুলাদীর সন্তান জয়নুল আবেদীনের পক্ষ থেকে মাসুদ রানার নেতৃত্বে এ শোভাযাত্রা করা হয়।

সোমবার (০৯ মে) বিকেলে প্রায় ৫০টি মোটরসাইকেল নিয়ে উপজেলার রামারপোল গ্রাম থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে এটি নাজিরপুর গিয়ে আবার রামারপোলে এসে শেষ হয়। এ সময় বিভিন্ন এলাকায় থেমে পথসভা করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। 

নাজিপুরের যুবদল নেতা মাসুদ রানা, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, নাজিরপুরের যুবদল নেতা সুমন ভূঁইয়া, মোর্শেদ ভূঁইয়া, সোহেল হাওলাদার এবং মুলাদী উপজেলা বিএনপির সদস্য কবির আকনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Read Entire Article