নাটোর কারাগারের জেলারকে প্রাণনাশের হুমকি

3 hours ago 2

নাটোর কারাগারের জেলার শেখ মো. রাসেলকে এমপি শিমুল পরিচয় দিয়ে পরিবারসহ প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে প্রতিবেশী দেশ ভারত থেকে এ হুমকি দেওয়া হয়। বিকেলে শেখ মো. রাসেল সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ভারতীয় একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে নাটোর সদরের সাবেক এমপি আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শিমুল নিজের পরিচয় দিয়ে নাটোর কারাগারের জেলার শেখ মো. রাসেলের সঙ্গে কথা বলেন। এ সময় সাবেক এমপি শিমুল জেলারকে বলেন, তার ঘনিষ্ঠ সহচর হত্যাসহ ১০টি মামলার আসামি মো. কোয়েল বৃহস্পতিবার জামিনে ছাড়া পাবেন। এ বিষয়ে নাটোর কারাগারে জামিনের কাগজপত্র পৌঁছালে তিনি (জেলার) যেন কাউকে না জানান। বুধবার রাতেও জামিনের বিষয় গোপন রাখতে এমপি শিমুল একই হোয়াটসঅ্যাপ নম্বর থেকে একটি অডিওবার্তা পাঠিয়ে হুমকি দেন।

নাটোর কারাগারে থাকা বন্দি কোয়েলকে ১৫ দিন আগে অন্য মামলায় হাজিরা দেওয়ার জন্য কুষ্টিয়া কারাগারে পাঠিয়েছিল কারা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার কারাগার থেকে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে গোয়েন্দা পুলিশ কোয়েলকে পুনরায় আটক করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে একই নম্বর থেকে বৃহস্পতিবার দুপুর ২টা ১ মিনিট ও ২টা ৯ মিনিটে একই নম্বর থেকে হুমকি দিয়ে পরপর দুটি ম্যাসেজ পাঠায় শিমুল।

প্রথম ম্যাসেজে বলা হয়, ‘আপনি যে অন্যায় কাজটা করলেন, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, মনে রাখবেন আপনার বৌসহ পরিবার কীভাবে বাঁচাবেন, রক্ষা করবেন, সেটা অবশ্যই ঠিক করে রাখবেন’। অপর ম্যাসেজে বলা হয়, ‘আপনার বিষয়টি নোট করে রাখা হয়েছে’।

এ বিষয়ে নাটোর কারাগারের জেলার শেখ মো. রাসেল বলেছেন, এমন হুমকিতে ভয় পাইনি, নিয়মের কারণে এবং পরিবারের কথা বিবেচনা করে থানায় জিডি করেছি।

নাটোর থানায় কর্তব্যরত ডিউটি অফিসার সালমা খাতুন জানান, এ বিষয়ে একটি জিডি এন্টি হয়েছে। পুলিশ তদন্ত করছে।

রেজাউল করিম রেজা/আরএইচ/জেআইএম

Read Entire Article